নিউজ ডেস্ক »
আবু সায়েম চৌধুরী অমি, সামসুল ইসলাম অনিক,মোহাম্মদ হাফিজ ও আতিকুর রহমান আতিকের পর ভোলা জেলা থেকে ক্রিকেট মাঠের ২২ গজের যুদ্ধে যোগ দিচ্ছেন মোসাদ্দেক আল রায়হান। ভোলা জেলার চরফ্যাশন উপজেলা থেকে এই প্রথম কোন ক্রিকেটার ঢাকা লিগে খেলার সুযোগ হয়েছে। ঢাকা ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০, গত ২৬ এ ডিসেম্বর ঢাকা ২য় বিভাগ লিগের দলবদল হয়। ডানহাতি এই অফস্পিন অলরাউন্ডারকে দলে ভেড়ালো গ্রিনলিপ।
সুযোগ পাওয়া ক্রিকেটার রায়হান সবার কাছে দোয়া চেয়েছেন।
রায়হানের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম কোচ ও ভোলা জেলা কোচ নজরুল হুদা গোরফান নিউজ ক্রিকেট ২৪ ডটকম’কে জানান, রায়হান সম্ভাবনাময়ী ক্রিকেটার। আশা করি রায়হান অনেক দূর এগিয়ে যাবে। রায়হানের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে।
রায়হানের আরেক কোচ বাংলাদেশ ক্রিকেট একাডেমীর কোচ মুশফিকুর রহিম রানাও শুভকামনা জানিয়েছেন।