ঢাকায় হচ্ছে না আর্জেন্টিনা ও প্যারাগুয়ের প্রীতি ম্যাচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কয়েকদিন আগে গুঞ্জন উঠে ঢাকায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর্জেন্টিনা ও প্যারাগুয়ে আসার আগ্রহ প্রকাশ করলে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনাগ্রহী প্রকাশ করেছে। যার কারণে এখন ঢাকায় দেখা হবে না মেসিদের ম্যাচ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা জানিয়েছেন, ‘স্পন্সর ও ভেন্যু জঠিলতায় ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচ আয়োজন করতে চান না তারা। কারণ হিসেবে জানা যায়- আর্জেন্টিনার মতো বড় দলের ম্যাচ আয়োজন করতে কয়েক কোটি কোটি টাকার প্রয়োজন’। যা বাফুফে এ মূহুর্তে করতে পারবেন না।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চেয়েছিলো। তবে এ মূহুর্তে এ স্টেডিয়ামে আর্জেন্টিনার মতো বড় দলের ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানান তারা। তাছাড়া বাফুফে এখন পর্যন্ত স্পন্সর পায় নি। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে ম্যাচটি আয়োজন না করার।

তাছাড়া এই ম্যাচটি না হওয়ায় প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার ম্যাচটিও হবে না। কেননা প্যারাগুয়ে দল আগামী নভেম্বরে ঢাকায় দু’টি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলো। আর্জেন্টিনার পাশাপাশি ভেনেজুয়েলার বিপক্ষে খেলার কথা ছিলো দলটির। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগ্রহী না হওয়ায় কোনোটিই হচ্ছে না। সুতরাং হচ্ছে না কারো প্রীতি ম্যাচ ঢাকায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »