মমিনুল ইসলাম »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ আসরের পর্দা উঠছে আজ বিকেলে। মাননীয় প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত হচ্ছে এবারের বিপিএল তাই আয়োজনের কমতি নেই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে।
এবারের বঙ্গবন্ধু বিপিএল আসরটি যেন বেশ জাকজমকপূর্ণ হয় সেজন্য দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে আনা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে । রাতে ঢাকার মঞ্চ মাতাবেন এই বলিউড সুপারস্টার। আর সেলক্ষে ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন বলিউডের এই দুই তারকা। বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার ফ্লাইটে চড়ে সকাল ৯ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সালমান – ক্যাটরিনা।
রাতের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন তারা। এর আগে বিকেল দেশিয় শিল্পীদের পারফরম্যান্সে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। একে একে পারফর্ম করবেন নগরবাউল জেমস, মমতাজরা। এরপর প্রধানমন্ত্রী মিরপুরে এসে উপস্থিত হয়ে ৭ টা মিনিটের দিকে উদ্বোধন ঘোষণা করবেন।
প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণা করার পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাত ৯ টা ৩৫ মিনিটে স্টেজে আসবেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফের ২৫ মিনিট পর রাত ১০ টায় স্টেজ মাতাবেন সালমান খান। সালমান এককভাবে মঞ্চ মাতাবেন ২০ মিনিট । ক্যাটরিনা সালমানের এক পরিবেশনার পর ১০ টা মিনিট ২০ মিনিট থেকে প্রায় ১১ টা পর্যন্ত দ্বৈত পারফরম্যান্স করে দর্শকদের মাতিয়ে রাখবেন।