https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট দলের হেদ কোচ রাসেল ডোমিঙ্গো ঢাকায় এসে পৌঁছেছেন। আজ (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। আপাতত এই হেড কোচ যাচ্ছেন পাঁচ তারকা একটি হোটেলে। সেখান থেকেই বুধবার টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন তিনি।
অন্যদিকেবাংলাদেশ দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টও আজ সকাল ৯টার দিকে ঢাকা এসেছেন।
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ অ ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে ১৯ আগস্ট থেকে। স্কোয়াডে ৩৫ জন ক্রিকেটার থাকলেও শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ থাকায় সেখানে যোগ দিয়েছেন ১০ জন ক্রিকেটার। তাছাড়া সাকিব আল হাসান ও সাব্বির রহমান ছুটিতে থাকায় এখনও এসে যোগ দেননি ক্যাম্পে। অবশ্য সামনে ওয়ানডে সিরিজ না থাকলেও নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এই ক্যাম্পে মূলত ফিটনেস নিয়েই কাজ করছেন ক্রিকেটাররা। যেখানে সার্বক্ষনিক দেখাশুনার দায়িত্ব দেয়া হয়েছে মারিও ভিল্লাভারায়নেকে।