নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের নতুন সংস্করণ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ আসরের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে ঘিরে তাকে উৎসর্গ করেই আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধুর নামে বিপিএল। বিপিএল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাউনডাউন। আসন্ন বিপিএলকে সামনে রেখে প্লেয়ার ড্রাফটও অনুষ্ঠিত হয়েছে। প্লেয়ার ড্রাফটের পর অন্যান্য দলের মত নিজেরাও কোচিং স্টাফ সাজাতে ব্যস্ত যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।
দেশি হেডকোচ মোহাম্মদ সালাহউদ্দিনের পর বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে। অন্যান্য দলকে গুলো বিদেশিদের উপর আস্থা রাখলেও ঢাকা প্লাটুন আস্থা রাখছে দেশিদের উপর। সৈয়দ রাসেলের বোলিং কোচ হওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন সৈয়দ রাসেল নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এমন দায়িত্ব পাওয়ার পর ধন্যবাদ জানিয়েছেন ঢাকা প্লাটুনের টিম অফিসিয়ালদের ও ঢাকা প্লাটুনের হেডকোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে। তিনি বার্তায় লিখেন, “ঢাকা প্লাটুন “দলের টিম অফিসিয়াল এবং কোচ সালাহউদ্দিন স্যারকে ধন্যবাদ জানাই আমাকে বোলিং কোচ হিসাবে বেছে নেওয়ার জন্য। “বঙ্গবন্ধু বিপিএল ২০১৯/২০।
বাংলাদেশের লাল সবুজের জার্সিতে খেলেছেন ৬ টেস্ট, ৮ টি-টোয়েন্টি ও ৫২ ওয়ানডে। ৬ টেস্টে নিয়েছেন ১২ উইকেট, ৮ টি-টোয়েন্টিতে ৪ উইকেট আর ৫২ ওয়ানডেতে নিয়েছেন ৬১ উইকেট। সর্বশেষ ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিলো সৈয়দ রাসেলকে।
ঢাকা প্লাটুন:
দেশি: মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল,আনামুল হক বিজয়,হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলি অনিক
বিদেশি: শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লরি ইভান্স, লুইস রিচ