দুর্জয় দাশ গুপ্ত »
দুই দিনের বিরতি দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ৩য় পর্ব শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম পর্বের পর বিপিএল ফিরেছে আবারো মিরপুরের হোম অব ক্রিকেটে। আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফির ঢাকা প্লাটুন ও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
কাল রাত থেকেই রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির বেগ তেমন বেশি না হওয়ায় খেলায় কোন বিঘ্ন ঘটছে না৷ নির্ধারিত সময়েই বল মাঠে গড়াবে।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম দলপতি ইমরুল কায়েস । এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫ জয় আর ২ হারে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে, ৬ ম্যাচে ৪ জয় এবং ২ হারে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে ঢাকা প্লাটুন। আজকের ম্যাচ দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ৷ আজ জিতলে প্লে অফে এক পা দিয়ে রাখবে চট্টগ্রাম। আবার চট্টগ্রামকে আজ হারাতে পারলে ঢাকা ও চট্টগ্রামের পয়েন্ট সমান হবে। তখন রান রেটে শীর্ষ স্থান নির্ধারণ করা হবে। ইনজুরির কারণে খেলতে পারছেন না চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে রিয়াদের অনুপস্থিততে দলকে নেতৃত্ব দিবেন ইমরুল কায়েস। এদিকে পূর্ণ শক্তি নিয়েই আজ মাঠে নামছে ঢাকা। দলে কোন ইনজুরির সমস্যা নেই। অসুস্থতা কাটিয়ে ফিরেছেন থিসারা পেরেরা।
দু’দলের একাদশঃ
ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদী হাসান, জাকের আলী, মুমিনুল হক, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি মর্তুজা(অধিনায়ক), হাসান মাহমুদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ লেন্ডল সিমন্স, জুনায়েদ সিদ্দিকী, ওয়ালটন, ইমরুল কায়েস (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুক্তার আলী, রায়ান বার্ল, লিয়াম প্লাঙ্কেট, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান রানা।