ঢাকাকে ৮ উইকেটের লজ্জাজনক হার উপহার দিল চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার »

ঘরের মাঠে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুর দিকে আফিফ হোসেনের এবং শেষের দিকে দারবিশ রাসুলির তান্ডবলীলায় ইনিংসের ১৪ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম।

প্রথমে ব্যাট করে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রান সংগ্রহ করে।  দলের পক্ষে উসমান গনি ৩৩ বলে ৪ টি বিশাল ছয় এবং ২ টি চারের মারে ৪৭ রান করেন। এছাড়া অধিনায়ক নাসির হোসেনের এবং আরিফুল হকের ছোট দুটি ঝড়ো ইনিংস ঢাকার রান দেরশ পার হতে সাহায্য করে। নাসির করেন ২২ বলে ৩০ রান এবং আরিফুল ১৮ বলে করেন ২৯ রান।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ২য় বলেই আল আমিনের উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। তবে আফিফের কাউন্টার এট্যাক সেই চাপকে দূর করে দেয়। আফিফ মাত্র ৩৪ বলে ফিফটি তুলে। এর পর চট্টগ্রাম উসমান খানের উইকেট হারালেও আফগানি দারবিশ রাসুলি শেষ ঝড়ে আত্মসমর্পণ করে ঢাকা।

একটা সময় রাসুলির রান ছিল ২৫ বলে ১৯। সেখান থেকে তার খেলা শেষ ৮ বলে সংগ্রহ করেন ৩৭ রান। ঢাকার পেসার আল-আমিন হোসেনের ১ ওভারে তিনটি বিশাল ছয় এবং ১টি চার হাকান রাসুলি।

আফিফ ৫২ বলে ৬৯ এবং রাসুলি ৩৩ বলে ৫৬ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।  ম্যান অব দ্য ম্যাচ হন আফিফ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »