ঢাকাকে বড় সংগ্রহ এনে দিলো থিসারা-ওয়াহাবরা

শোয়েব আক্তার »

বঙ্গবন্ধু বি‌পিএ‌লের অষ্টম ম্যা‌চে এবং আজ‌কের দি‌নের দ্বিতীয় ম্যা‌চে ট‌সে হে‌রে ব্যাট কর‌তে নে‌মে এনামুল হক বিজয় ও তামিম ইকবা‌লের ব্যা‌টিং তান্ড‌বে সি‌লেট থান্ডারস কে ১৮২ রা‌নের বিশাল টা‌র্গেট দি‌য়ে‌ছে ঢাকা প্লাটুন।

ঢাকা প্লাট‌ু‌নের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান তা‌মিম ইকবাল তাঁর স্বভাব সুলভ ধীর গ‌তির ব্যা‌টিং দি‌য়ে শুরু কর‌লে ও এনামুল হক বিজয় শুরু থে‌কেই আগ্রাসী ব্যা‌টিং ক‌রে রা‌নের চাকা ঘোরা‌তে থা‌কেন।পাওয়ার প্লে তে দুজ‌নে মি‌লে সংগ্রহ ক‌রেন ৪৪ রান।

উ‌দ্ভোধনী জু‌টি‌তে এবা‌রের বি‌পিএ‌লের স‌র্বোচ্চ ৮৪ রা‌নের জু‌টি গ‌ড়েন তা‌মিম ইকবাল ও এনামুল হক বিজয়।নবম ওভা‌রের তৃতীয় ব‌লে সি‌লেট থান্ডার‌সের অধিনায়ক মোসা‌দ্দেক হো‌সেন সৈকত কে ডাউন দ্যা উইকে‌টে মার‌তে গি‌য়ে মোহাম্মদ মিথু‌নের স্টা‌ম্পিং‌য়ের ফাঁ‌দে প‌ড়ে আউট হোন তা‌মিম ইকবাল।আউট হওয়ার আগে ৫ চা‌রের সাহা‌য্যে ২৮ ব‌লে ৩১ রান সংগ্রহ ক‌রেন তি‌নি।

ত‌বে অন্যপ্রা‌ন্তে দূর্দান্ত খে‌লে ৭ চার ও ১ ছ‌য়ের সাহা‌য্যে ৩৩ ব‌লে অর্ধ-শতক তু‌লে নেন এনামুল হক বিজয়।দলীয় ১১০ ও ব্যক্তিগত ৬২(৪২) রা‌নে দে‌লোয়ার হো‌সে‌নের ব‌লে মোসা‌দ্দে‌কের তালুব‌ন্দি হোন বিজয়।

নাইম হাসা‌নের করা ১৭ তম ওভা‌রের দ্বিতীয় ব‌লে ‌দারুণ খেল‌তে থাকা জা‌কির আলী‌কে বাউন্ডা‌রি লাই‌নে অসাধারণ ক্যাচ নি‌য়ে আউট ক‌রেন সি‌লে‌টের হ‌য়ে প্রথম ম্যাচ খেল‌তে নামা আন্দ্রে ফ্লেচার।

শেষ দি‌কে লাউ‌রি ইভান্স এর ২২(২১),থিসারা পে‌রেরার ২২(১১),ওয়াহাব রিয়া‌জের ১৭(৭) রা‌নের সুবা‌দে নির্ধারিত ২০ ওভা‌রে ৪ উইকেট হা‌রি‌য়ে ১৮২ রা‌নের সংগ্রহ দাঁড় করায় ঢাকা প্লাটুন।

‌সি‌লেট থান্ডার‌সের প‌ক্ষে মোসা‌দ্দেক হো‌সেন,‌দো‌লোয়ার হো‌সেন,ইবাদাত হো‌সেন ও নাঈম হাসান ১ টি ক‌রে উইকেট লাভ ক‌রেন।

১৮৩ রা‌নের ল‌ক্ষ্যে কিছুক্ষ‌ণের ম‌ধ্যে ব্যাট কর‌তে নাম‌বে সি‌লেট থান্ডারস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »