ড্রেসিংরুমে মাশরাফির নামে মিথ্যাচার!

নিউজ ডেস্ক »

গতবছর অক্টোবরে প্রায় অর্ধশতাধিক ক্রিকেটার নিয়ে বিসিবির একাডেমি মাঠে ১১ দফা দাবী আদায়ে আন্দোলনের ডাক দেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরের অনেক ক্রিকেটাররা। তবে সবকিছু ছাপিয়ে দর্শকসহ অনেক ক্রিকেটারেরই প্রশ্ন ছিলো মাশরাফি কোথায়? হয়তো অনেকে ভেবেই নিয়েছিলেন মাশরাফি সরকার দলের তাই হয়তো আসেননি বা আন্দোলনের পক্ষে একমত হতে পারেননি।তবে ঘটনা আসলেই কি সেটা??

এমন প্রশ্নের জবাবে এক সাক্ষাৎকারে মাশরাফি জানান, ‘আমি খুব অবাক হয়েছিলাম যখন দেখলাম আন্দোলন হচ্ছ অথচ আমি জানি না।আমি জানলে কি তাদের সাথে যেতাম না নাকি বিপক্ষে যেতাম! এর ফলে ড্রেসিং রুমে জুনিয়রদের কাছেও নিজের অবস্থান জলঘোলা মনে হলো।খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষের একটাই প্রশ্ন ছিলো মাশরাফি কোথায়?’

তবে আন্দোলনের পরদিন ই মাশরাফি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যামে জানান যে, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না তাকে কিছুই জানানো হয়নি। তবে তিনি তাদের দাবীর সাথে একমত প্রকাশ করেছেন।

এছাড়া মাশরাফি এ বিষয়ে পরদিন ই তামিমকে ফোন করে বলেন, ‘তোরা আমাকে ডাকলি না ঠিকাছে।কিন্তু মানুষকে বলতে পারতি যে আমরা মাশরাফি কে ডাকিনি। কিন্তু এটা কি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন যে মাশরাফিকে পাওয়া যাবে না? আবার শুনলাম আমি নাকি নড়াইলে আছি তাই আসতে পারবো না। তামিককে বললাম তোদের ১২ দফার আন্দোলন হওয়া উচিত ছিলো (আমাকে না ডাকা ১২ তম)।’

এ বিষয়ে মাশরাফি রাগ না করলেও তাকে যে ব্যাপার টি অনেক কষ্ট দিয়েছে সেটি বোঝাই যায় তার কথায়। তিনি আরো বলেন, ‘অবসরের পর খেলোয়াড়েরা আমাকে না ডাকলে ড্রেসিং রুমেও আমি আসবো না।’

বাংলাদেশ সময়ঃ ১১:২৫ এএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »