নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শাহারীয়ার শাহীন: ড্যারেন স্যামি উইন্ডিজের ১৯৮৩ সালে সেন্ট লুসিয়ার জন্ম নেয়া সদা হাস্যমুখি একজন ক্রিকেটার। বল-ব্যাটে সমান পারদর্শী প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার এ ক্রিকেটার সেন্ট লুসিয়া থেকে উইন্ডিজকে নেতৃত্ব দেয়া প্রথম ক্রিকেটার। হাই স্ট্রাইকরেটে আক্রমণাত্মক ব্যাটিং এবং প্রয়োজনীয় সময়ে উইকেট নেয়ার পারদর্শিতার পাশাপাশি অধিনায়কত্বেও ছিলেন দারুণ কৌশলী ও কুল মেজাজের! ২০১২ ও ২০১৬ সালে টি২০ ক্রিকেটে তার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ড্যারেন সামির যে বিষয়টি দর্শকমহলের বেশি ভালো লাগতো তা হলো যেকোনো পরিস্থিতিতেই তার চমৎকার নির্ভেজাল হাসি। সে হাসিতে অফুরন্ত শক্তি রয়েছে! ২০১৫ সালে শেষ ওডিআই খেলা এ ক্রিকেটারকে ২০১৯ বিশ্বকাপে মিস করবে উইন্ডিজ ও বিশ্বক্রিকেট!
ভালো মানুষ, ভালো থাকবেন।
শুভকামনা নিরন্তর