https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দুই বছরের জন্য চুক্তি করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। ৪৪ বছর বয়সী এই কোচের প্রতি বিসিবির আস্থা বেড়েছে অন্যান্য কোচদের থেকে। মিকি আর্থার, ফিল সিমন্স কিংবা চন্ডীকা হাথুরুসিংহেদের পেছনে ফেলে শেষ পর্যন্ত স্টিভ রোডসের উত্তরসূরি হয়েছে ডোমিঙ্গো।
বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি সেখানে বলেছিলেন বয়সভিত্তিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট থেকে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্য রয়েছে তার। সেই লক্ষ্যের বাস্তব প্রয়োগ দেখা যেতে পারে ২১ আগস্ট বাংলাদেশে এসে তিনি দায়িত্ব বুঝে নেয়ার পর।
এদিকে বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ নতুন এই গুরুর কাছে নিজের চাওয়ার কথা জানিয়েছেন। তাসকিনের ভাষ্য, ‘সাউথ আফ্রিকার মত বড় দলের কোচ ছিলেন তিনি (ডোমিঙ্গো)। আমরা যারা তরুণরা আছি ওনার কাছ থেকে অনেক কিছুই নেয়ার চেষ্টা করব। সামনে যে ক্যাম্প আছে সেটাতে যতটুকু সম্ভব আদায় করার চেষ্টা করবো তাদের কাছ থেকে।’
‘আমরা যখনই খেলি না কেন সবসময় তো সিরিয়াসলি খেলার চেষ্টা করি। ওনি যেহেতু ঘরোয়া ক্রিকেটকে ভালোমত ফলোআপ করবেন তাই সেখানে আরও বেশি সিরিয়াসভাবে খেলার চেষ্টা করবেন ক্রিকেটাররা। সব মিলিয়া ভালো কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য আমার মনে হয়।’– বলেন তাসকিন