ডোমিঙ্গোতে মুগ্ধ আকরাম খান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের বর্তমান হেড কোচের কাজের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ডোমিঙ্গোর পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার কথাও জানিয়েছেন তিনি।

স্টিভ রোডসের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে টাইগারদের হেড কোচের পদে স্থায়ী করা হয়। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের পর গুঞ্জন ওঠে রোডস ম্যাচের পরিকল্পনা করতে পারছেন না ঠিকঠাক মত। যার কারনেই এমন ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের।

ডোমিঙ্গোকে নিয়োগ দেয়ার আগে বিসিবির কাছে যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন তিনি সেটা অবশ্য মনে ধরেছিল বেশ। এবার টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প চলাকালে সাকিব সহ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।

হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে আলাপ শেষে আকরাম খান মুগ্ধতা প্রকাশ করে জানান, ‘ডোমিঙ্গোর পরিকল্পনা খুবই ভালো। বেশ ভালো মানের একজন পেশাদার কোচ তিনি। লম্বা সময়ের দিকেই তার চোখ।’

অন্যান্য কোচদের চেয়ে বেশ আলাদা বলেই মনে হচ্ছে ডোমিঙ্গোকে এমনটাই জানান আকরাম খান, ‘খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক কোচ দেখেছি, তিনি আলাদা অন্যদের থেকে। তার পরিকল্পনা সবচেয়ে ভালো। আমরা এবং আমাদের বোর্ড যদি তাকে সাহায্য করতে পারি তাহলে আমাদের ক্রিকেট উন্নত হবে। তিনি নির্বাচকদের কথাও শুনছেন এবং তাদের ভূমিকা নিয়েও কথা বলছেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »