https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মুস্তাফিজুর রহমান নতুন একটি রেকর্ডে নাম লেখিয়েছেন। যেখানে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেন স্টেইনকে। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে সবচেয়ে দ্রুততম ৫০ উইকেট নেয়ার ক্ষেত্রে এই রেকর্ড গড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ।
জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচে কাইল জার্ভিস ও এনসিলির উইকেট নিয়ে নিজের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে ৫০ উইকেট পূর্ণ করেন কাটার মাস্টার মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-২০তে মাত্র ৩৩ ম্যাচ খেলেই ৫০ উইকেট নেয়ার এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
অন্যদিকে নিজেদের টি-২০ ক্যারিয়ারে ৫০ উইকেট নিতে ডেল স্টেইন খেলেছেন ৩৫টি ম্যাচ। ৩৬টি ম্যাচ খেলে ৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন আরেক পাকিস্তানি উমর গুল। পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাঈদ আজমল এই মাইলফলক স্পর্শ করতে খেলেছেন গুলের চেয়ে একটি ম্যাচ বেশি।
এই তালিকায় সনবার উপরে রয়েছেন শ্রীলঙ্কান আজান্তা মেন্ডিস। মাত্র ২৬টি-২০ ম্যাচ খেলেই ৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তালিকার দুইয়ে থাকা ইমরান তাহির ও রশিদ খান ৫০ উইকেট নিতে খেলেছেন সমান ৩১টি ম্যাচ।