নিউজ ডেস্ক »
চলমান বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর এই সংকটময় সময়ে দেশের বিপুল জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষে ডেফোডিল পরিবার গতকাল (২৩ জুলাই) থেকে চালু করেছে অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রম (ডেফোডিল হিউম্যান চ্যারিটি এন্ড হেলথকেয়ার)। এই অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফীস।
সম্পূর্ণ বিনামূল্যে সাপ্তাহিক একটি নির্দিষ্ট দিনে অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। দেশের সকল সাধারণ জনগণ যে কোন শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন এই অনলাইনের মাধ্যমে।
এই মহৎ উদ্যোগের জন্য ডেফোডিল পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাহরিয়ার নাফীস বলেন,’সেই ১৯৭১ সালে এ আমাদের বাবা-দাদারা এমন কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন। তবে সেই শত্রু কারা ছিলো সেটা আমরা জানতাম। তাছাড়া কিভাবে সেই শত্রুর মোকাবেলা করতে হবে সেটাও জানা ছিল।’
‘কিন্তু বর্তমানে আমরা যে শত্রুর মুখোমুখি তা কিভাবে আসছে, কিভাবে যাবে তা সম্পর্কে আমরা খুব একটা অবগত নই। এটা শিকার করতেই হবে যে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আশার কথা এই যে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় খুবই কার্যকর ভ্যাকসিন ইতোমধ্যে আবিষ্কার করতে সক্ষম হয়েছে।’-যোগ করেন তিনি।
দেশের জনগণের প্রতি আহবান জানিয়ে শাহরিয়ার নাফীস আরো বলেন,”বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আমরা উচ্চ ঝুঁকিতে রয়েছি। সবার কাছে আমার অনুরোধ আমরা যেন সকল স্বাস্থ্যবিধি মেনে চলি। সামাজিক দুরত্ব মেনে চলি, বাইরে বের হলে অবশ্যই মাস্ক, গ্লাভস ব্যবহার করি।”
উল্লেখ্য শাহরিয়ার নাফীস বাংলাদেশ জাতীয় দলের প্রথম টি-টুয়েন্টি অধিনায়ক ছিলেন। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও চালিয়ে যাচ্ছেন দেশের সকল ঘরোয়া লীগ।
নিউজক্রিকেট/ এমএস