ডেঙ্গু প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা নিতে নির্দেশ মাশরাফির

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সাড়া দেশে এক মহামারী আকার ধারন করেছে ডেঙ্গু। এদিস মশাবাহী এই রোগতির প্রকোপ হঠাত করেই মাথা চাড়া দিয়ে ওঠেছে। দেশের হাসপাতল্গুলোতেও দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবার নড়াইলে ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

গত সপ্তাহে নড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানকার সার্বিক পরিস্থিত পর্যবেক্ষন করার পর নড়াইল সদর হাসপাতালে গিয়েছেন মাশরাফি। সেখান ডেঙ্গু রোগীদের হাসপাতালের বিল নিয়ে ভাবতে বারণ করেছেন তিনি।

মাশরাফি ডেঙ্গু রোগীদের পরিদর্শন কালে  জানান, ‘চিকিৎসার বিল আর ঔষধ নিয়ে কেউ চিন্তা করবেন না। পরে এসব ভেবে দেখবো আমি। আপনারা এসব নিয়ে চিন্তা করবেন না। আগে সুস্থ হন আপনারা। এরপর যা হবার হবে। ডেঙ্গু রোগীরা সুস্থ হবার পর সবকিছু নিয়ে ভাববো আমরা।’

‘সাড়া দেশে ডেঙ্গু সঙ্কট চলছে। হাসপাতালের যন্ত্রপাতিগুলো ঠিক করে মানুষদের বাচান আগে। ডেঙ্গু রোগীদের বাঁচাতে হবে যেকোনো মূল্যে। সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে আক্রান্তদের বাঁচাতে হলে।’– বলেন মাশরাফি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »