নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ১৩তম ম্যাচে, আজ (সোমবার) দিনের প্রথম খেলায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
উক্ত ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয়ের জন্য ১৮৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফাফ-ডুপ্লেসিস, লিটন দাস ও ক্যামরন ডেলপোর্টের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানের পাহাড়সম পূঁজি দাঁড় করে কুমিল্লা।
কুমিল্লার হয়ে ব্যাট হাতে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু-প্লেসিসের ব্যাট থেকে আসে ৮ চার ও ৩ ছক্কায় মাত্র ৫৫ বলে হার না মানা ৮৩ রানের ইনিংস।
এছাড়া আরেক ইংলিশ ব্যাটসম্যান ক্যামরন ডেলপোর্ট খেলেন মাত্র ২৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস। এছাড়া নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে টাইগার ওপেনার লিটনের ব্যাট থেকে আসে ৪৭ রান।
চট্টগ্রামের হয়ে বল হাতে নাসুমের শিকার ২ উইকেট।
পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে নিজেদের হোম গ্রাউন্ডে, জয়ের জন্য ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।