ডি ককের ব্যাটে চড়ে দুর্দান্ত জয় প্রোটিয়াদের

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে প্রোটিয়াদের জয় ৯ উইকেটের বিশাল ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার এই জয়ে ১-১ সমতায় শেষ হল সিরিজটি।

ভারতের দেয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে টিম ইন্ডিয়ার বোলারদের কোনো সুযোগই দেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে রেজা হেনড্রিকসের সাথে কুইন্টন ডি কক মিলে গড়েন ৭৬ রানের জুটি। ২৬ বলে ২৮ রান করে হার্দিক পান্ডিয়ার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান হেনড্রিকস। অন্যদিকে ফিরে যেতে পারতেন ডি ককও। কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তে জীবন পান কক। আর পুরো ইনিংস ক্রিজে থেকে একাই ম্যাচ জিতিয়ে নেন প্রোটিয়া অধিনায়ক ডি কক। ইনিংসের ১৯ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়া। ব্যাট হাতে ৫২ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন ডি কক এবং ২৭ রানে অপরাজিত ছিলেন বাভুমা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার রোহিত শর্মা। দলীয় ২২ ও ব্যক্তিগত ৯ রানে হেনড্রিকসের বলে সাজঘরে ফিরেন তিনি। থিতু হলেও ১৫ বল মোকাবেলায় ৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন অধিনায়ক বিরাট কোহলি। ওপেনার শিখর ধাওয়ান ৩৬ রান করলেও নিচের সারির ব্যাটসম্যানদের উইকেটরক্ষক রিশাব পান্তের ১৯ রানের সাথে হার্দিক পান্ডিয়ার ধীর গতির ১৪ আর শেষের দিকে জাদেজার ১৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

স্কোরকার্ড
ভারত: ১৩৪/৯, (২০ ওভার), ধাওয়ান ৩৪, পান্ত ১৯, জাদেজা ১৯।
রাবাদা ৩৯/৩, হেনড্রিক্স ১৪/২, ফরচুন ১৯/২

দক্ষিণ আফ্রিকা: ১৪১/১ (১৬.৫ ওভার), ডি কক ৭৯*, হেনড্রিকস ২৮, বাভুমা ২৭*
পান্ডিয়া ২৩/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »