ডিসিপ্লিন আর পরিশ্রমই সফলতার মুল চাবিকাঠিঃ শাহরিয়ার নাফিস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ দলের ব্যাটসম্যান, টি-টুয়েন্টি ফরম্যাটের প্রথম অধিনায়ক শাহরিয়ার নাফিস। বাংলাদেশ দলের হয়ে একটা সময় নিয়মিত একাদশে থাকলেও এখন আর জাতীয় দলে নেই। তবে সে ঘরোয়া ক্রিকেট এবং বিপিএল এ নিয়মিত খেলে যাচ্ছেন। বাংলাদেশের দলের এই সাবেক খেলোয়াড় শাহরিয়ার নাফিস নিউজ ক্রিকেটের সাথে একান্ত আলাপচারিতায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি নিউজ ক্রিকেটের সাথে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন।

নিউজক্রিকেট ২৪ : কেমন অাছেন?

শাহরিয়ার নাফিসঃ ভালো ৷ আপনি?

নিউজক্রিকেট ২৪ : জি ভালো আছি। বেশ কয়েকবছর ধরে জাতীয় দলে অনিয়মিত রয়েছেন আপনি। এখনও কি জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন?

শাহরিয়ার নাফিসঃ অবশ্যই ৷ এটি সবাই চায়৷ আমি আরও চারপাঁচ বছর খেলতে পারবো৷ নিয়মিত অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ করছি৷ আশা করি আবারো জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারবো ইনশাআল্লাহ।

নিউজক্রিকেট ২৪ : আপনি বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটসম্যান যার এক ক্যালেন্ডারে হাজার রান করার রেকর্ড রয়েছে৷ এটি কি আপনাকে এখনও অনুপ্রাণিত করে?

শাহরিয়ার নাফিসঃ জ্বি অবশ্যই অনুপ্রাণিত করে। তবে ২০০৬ সাল টা আমার ক্যারিয়ারের সেরা বছর ছিলো৷

নিউজক্রিকেট ২৪ : কোন ক্রিকেটারকে অনুসরণ করে ক্রিকেটে আগমন?

শাহরিয়ার নাফিসঃ ব্রায়ান লারার খেলা দেখে প্রথমে অনুপ্রাণিত হয়েছিলাম। এরপর অবশ্য শচীন ও সাঙ্গাকারাকে বেশি ফলো করতাম৷

নিউজক্রিকেট ২৪ : বর্তমানে কার ব্যাটিং ভালো লাগে?

শাহরিয়ার নাফিসঃ বর্তমানে অনেকেই ভালো খেলছে। তবে আমার কাছে বিরাট কোহলী ও রোহিত শর্মার খেলা বেশি ভালো লাগে।

নিউজক্রিকেট ২৪ : আপনি তো বিপিএল নিয়মিত খেলেন৷ বিপিএল নিয়ে আপনার বক্তব্য কি?

শাহরিয়ার নাফিসঃ আমি মনে করি বিপিএল তরুন ও প্রতিভাবান ক্রিকেটার তৈরির কারখানা৷ সাইফউদ্দিনের মত অলরাউন্ডার বিপিএল থেকে উঠে আসা৷

নিউজক্রিকেট ২৪ : এবার বিপিএলে কোন দলের হয়ে খেলার সম্ভাবনা?

শাহরিয়ার নাফিসঃ এখনও সাইন ইন হয়নি৷ তাছাড়া যতটুকু শুনেছি বিপিএল এবার অন্য আদলে হচ্ছে৷ সময় হলে সব বুঝা যাবে৷

নিউজক্রিকেট ২৪ : বিসিবি সম্পর্কে আপনার অভিমত কি?

শাহরিয়ার নাফিসঃ দেশের ক্রিকেট উন্নয়নে বিসিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন৷ বর্তমানে ক্রিকেটাররা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে বিসিবির কল্যাণে৷

নিউজক্রিকেট ২৪ : নতুন ও তরুন ক্রিকেটারদের সম্পর্কে আপনার বার্তা কি?

শাহরিয়ার নাফিস : একজন ভালো ক্রিকেটার হতে হলে দুটি কাজ করতে হবে৷ ডিসিপ্লিন আর কঠোরপরিশ্রম ৷ এই দুটি ঠিক রাখতে পারলে দক্ষ ক্রিকেটার হয়ে উঠার পথ সুগম হবে৷

নিউজক্রিকেট ২৪ : অবসরে কি করতে ভালোবাসেন?

শাহরিয়ার নাফিসঃ অবসর সময়ে পরিবারের সাথে সময় কাটাতেই আমি বেশি ভালোবাসি। তবে বিশেষ করে বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে।

নিউজক্রিকেট ২৪ : newscricket24. com সম্পর্কে আপনার অভিমত কি?

শাহরিয়ার নাফিসঃ যতটুকু জেনেছি এটি অনলাইনভিত্তিক ক্রিকেট পোর্টাল৷ বাংলদেশ ক্রিকেট কে রিপ্রেজেন্ট করতে এটি সবসময় কাজ করবে আমার বিশ্বাস৷

নিউজক্রিকেট ২৪ : আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ ভালো থাকবেন।

শাহরিয়ার নাফিসঃ আপনাকেও অসংখ্য ধন্যবাদ৷ আপনিও ভালো থাকবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »