নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
Error: Contact form not found.
Error: Contact form not found.
Error: Contact form not found.
Error: Contact form not found.
Error: Contact form not found.
১১ নভেম্বর (সোমবার) আইসিসি গণমাধ্যমে একটা বিবৃতিতে জানিয়েছেন, ম্যাচে খারাপ ভাষা ব্যবহারের কারণে জনি বেয়ারস্টোকে শাস্তি হিসেবে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
গত রবিবার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে আইসিসির কোড অব কনডাক্ট এ-র প্রথম স্তর ভঙ্গ করার করার কারণে ইংলিশ এ-ই ব্যাটসম্যানকে শাস্তি দেওয়া হয়। ম্যাচ চলাকালীন সপ্তম ওভারে তিনি গ্লাভসবন্দী হলে ঐ মুহূর্তে তিনি খারাপ ভাষা ব্যবহার করেন, স্ট্যাম্প মাইকে সেটি ধরা পড়ে।
ইংল্যান্ড সুপার ওভারে ম্যাচটি জিতে নেয়। এবং ৩-২ এ জয় নিয়ে সিরিজ শেষ করে।
ফিল্ড আম্পায়ার আম্পায়ার ওয়েইন নাইটস এবং ক্রিস গাফানিয়ে, তৃতীয় আম্পায়ার ক্রিস্টোফার ব্রাউন এবং চতুর্থ আম্পায়ার শন হাইগ পরের দিন এ-র সমাধান করেছিলেন । বেয়ারস্টো এই অপরাধ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের প্রস্তাবিত অনুমোদন গ্রহণ করেন এবং কোনও শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম স্তর ভঙ্গ করার শাস্তি হিসেবে তিরস্কারের পাশাপাশি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয় এবং ১ বা ২ টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।