নিউজ ডেস্ক »
নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক হিসেবে সোফি ডিভাইন’কে দায়িত্ব দেওয়া হয়েছে। এ্যামি স্যাটার্থহোয়াইট সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
স্যাটার্থহোয়াইট মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পর গত সীজনে ডিভাইনকে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এরপর ডিভাইন কিউইদেরকে ২০২০ বিশ্বকাপে নেতৃত্ব দেন। নিউজিল্যান্ড গ্রুপ টেবিলের ৩য় স্থানে থেকে পর্ব শেষ করে।
ডিভাইন এবার দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নিয়ে স্যাটার্থহোয়াইটের সাহচর্যে আরো ভালো পারফর্ম করার ব্যাপারে আশাবাদী।
ডিভাইন বলেন- ‘এটা আমার জন্য অত্যন্ত সম্মানের ব্যাপার। বিগত সীজনে আমি খুব ভালোভাবে অধিনায়কত্ব উপভোগ করেছি। এটা যদিও চ্যালেঞ্জিং ছিলো। তারপরও আমি মনে করি সময়ের সাথে আমরা সঠিক নির্দেশনার সাথে এগুচ্ছি।’
এ্যামিকে নিয়ে বলেন- ‘আমি এ্যামির সাহচর্যে থেকে কাজ করতে খুবই আগ্রহী, যার দুর্দান্ত ক্রিকেটীয় জ্ঞান রয়েছে। আমি মনে করি, আমরা একসাথে সুপ্রতিষ্ঠিত নেতৃত্বের মাধ্যমে খুব শক্তিশালী নেতৃত্বের একটি দল গঠন করতে পারবো।’
দুজনেই আগামী ২০২১ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপকে উদ্দেশ্য রেখে একটি সুপ্রতিষ্ঠিত শক্তিশালী দল গঠনে কাজ করবেন। পরবর্তী সপ্তাহে লিংকনে নিউজিল্যান্ডের ট্রেনিং ক্যাম্প থেকে ডিভাইনের পুরো সময়ের কার্যক্রম শুরু হবে।
নিউজক্রিকেট/সাজিদা