নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হতেই শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তোড়জোড়। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে জনপ্রিয় টুর্নামেন্টটির পরবর্তী আসর। প্রথম দিনই মাঠে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও রানার্সআপ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
আগামী সোমবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। একই দিন বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।
এদিন আরেকটি ম্যাচও অনুষ্ঠিত হবে। নারায়নগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলবে। পরের দিন তিন মাঠে বাকি ছয়টি দল মাঠে নামবে। প্রথম রাউন্ডের পর একদিনের বিরতি দেয়া হয়েছে।
আগামী ১৪ ও ১৫ মার্চ দ্বিতীয় রাউন্ড এবং ১৭ ও ১৮ মার্চ তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বিদেশী ক্রিকেটার ছাড়া এবারের লিগ অনুষ্ঠিত হবে। তাই সব আলো থাকবে দেশি ক্রিকেটারদের ওপর।