ডিপিএলে জয় পেয়েছে গাজী গ্রুপ, অগ্রণী ব্যাংক ও গুলশান ক্রিকেট ক্লাব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএলে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রবিউল-মার্শালের কল্যাণে ধানমণ্ডির বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। আর রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে আসরে নতুন নাম লেখানো গুলশান ক্রিকেট ক্লাব।

হার দিয়ে আসর শুরু করা গাজী গ্রুপ ক্রিকেটার্স পেল টানা তৃতীয় জয়। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে এনামুল বিজয়ের দল। বিকেএসপির তিন নম্বর আগে ব্যাট করতে নেমে বড় রানের দেখা পাননি শাইনপুকুরের কোন ব্যাটার। সর্বোচ্চ ৪৬ রান আসে জুবায়ের হোসেনের ব্যাট থেকে । বাকিদের ব্যর্থতায় ১৬১ রানে অলআউট হয় শাইনপুকুর। তিনটি করে উইকেট শিকার করেন গাজী গ্রুপের শামীম মিয়া ও তোফায়েল আহমেদ।

রান তাড়ায় ঝড়ো শুরু করেন গাজী গ্রুপের দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদিকুর রহমান। ৫০ রান করে সাদিকুর আঊত হলেও ২৬ বলে ফিফটি তুলে নেন এনামুল হক বিজয়। ৫২ রান করে ফাহাদের শিকার হন এই ওপেনার। এরপর বাকি কাজটুকু সারেন শামসুর রহমান ও সালমান হোসেন। মাত্র ১৭.৫ ওভারেই সহজ জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অন্যদিকে বল হাতে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবকে ধসিয়ে দিয়েছেন অগ্রণী ব্যাংকের রবিউল হক। এই পেসারের বোলিং তোপে মাত্র ১১৫ রানে গুঁড়িয়ে যায় নুরুল হাসান সোহানের দল। রান তাড়া করতে নেমে চাপে পড়ে অগ্রণী ব্যাংকও। দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন মার্শাল আইয়ুব। ৫১ রানের অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ব্যাটার।

এদিকে দিনের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে আসরে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাব। দারুণ এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে আছে দলটি। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে রূপগঞ্জ। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুলশান।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »