নিউজ ডেস্ক »
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট দৌলতপুর প্রিমিয়ার লীগের (ডিপিএল) চতুর্থ আসরের পর্দা উঠেছে গত রবিবার৷ গতকাল ডিপিএলের দ্বিতীয় দিনে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ জয় পেয়েছে ফ্যান্টাসি এলিভেন ও স্পিরিট এলিভেন।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফ্যান্টাসি এলিভেন ও রাইজিং স্টার ক্রিকেট ক্লাব৷ টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফ্যান্টাসি এলিভেন। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে শুরু করেন দুই ওপেনার মারুফ ও জামিল। এই দু’জন একটি ভালো শুরু এনে দিলে বাকি ব্যাটসম্যানরাও চড়াও হতে শুরু করেন রাইজিং স্টারের বোলারদের উপরে। ফলে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ফ্যান্টাসি এলিভেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে বিপাকে পড়ে রাইজিং স্টার। একমাত্র মিনহাজ ছাড়াও কেউই প্রতিরোধ গড়তে পারেন নি৷ শেষ পর্যন্ত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭১ রানে থামে রাইজিং স্টারের ইনিংস। ৫৯ রানের জয় পায় ফ্যান্টাসি এলিভেন।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় স্পিরিট এলিভেন ও নাদামপুর ক্রিকেট ক্লাব। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্পিরিট এলিভেন। চরম নাটকীয়তার এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে রায়হানের ঝড়ো ২৯ রানের সুবাদে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে স্পিরিট এলিভেন।
৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নাদামপুর। সাব্বির ও মামুন ধীর গতিতে ব্যাট চালালেও শেষের দিকে তালাল ও লিটনের দৃঢ়তায় ম্যাচে ফিরে নাদামপুর। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রান। শেষ বলে আউট হলে ১ রানের জয় পায় স্পিরিট এলিভেন।
আজ দিনের একমাত্র ম্যাচে বিকেল তিনটায় লড়বে সুপার কিংস এবং তাজ উদ্দিন ক্রিকেট ক্লাব।