নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) আম্পায়ার্স কল নিয়ে একের পর এক সমালোচনা চলতেই আছে। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সর্বশেষ সিরিজ সেই বিতর্কের রেশ আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। এরই পরপরই ডিআরএসের আম্পায়ার্স কলের নিয়ম সংশোধনের দাবি উপস্থাপন করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সাবেক ক্রিকেটারও ডিআরএসের এই পদ্ধতি বাতিলের পরামর্শ দিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন অজি পেসার প্যাট কামিন্স। তিনি ডিআরএসের দুটি বিষয় সংশোধনের দাবি জানিয়েছেন। আম্পায়ার্স কল সব সময় বোলারদের বিপক্ষে যায় বলেও মন্তব্য করেছেন তিনি।
অজি এই ক্রিকেটারের মতে, ডিআরএসে বলের হিটিং জোন পরিমাপ করা উচিত স্ট্যাম্পের বেলসহ। বর্তমান নিয়মে অন্ততপক্ষে বলের ৫০ শতাংশ স্ট্যাম্প বরাবর না থাকলে সেটাকে নট আউটের সিদ্ধান্ত দেয়া হয়।
কামিন্স বলেন,”তারা বলের ৫০ শতাংশ থেকে পরিমাপ করে বেইলের উপর থেকে নয় আপনি যদি স্টাম্পের উপর থেকে লাইন বরাবর দেখেন এমনটাই মনে হবে। তাই আপনাকে বলের ৭০ শতাংশ পেতে হবে। এর ফলে স্টাম্পে আঘাতের জায়গা সঙ্কুচিত হয়ে আসছে।”
এক্ষেত্রে জাতীয় দলের সতীর্থ নাথান লায়নের উদাহরণ টেনে তিনি বলেন,’‘লম্বা ক্রিকেটারদের তুলনায় এই উচ্চতা প্রায় অর্ধেকের বরাবর। কিংবা তাদেরকে স্ট্যাম্প থেকে স্ট্যাম্প বরাবর বল করে যেতে হবে। নাথান লায়ন, যার বল কিনা অস্ট্রেলিয়ার মাটিতে অনেক বেশি বাউন্স করে, তার জন্যে ব্যাটসম্যানদের এলবিডব্লিউ করা কঠিন হয়ে দাঁড়ায়।’’
এই পেসার মনে করেন শতভাগ নিশ্চিত না হওয়া গেলে রিভিউ করার সুযোগ পুনরায় দেয়া উচিত ক্রিকেটারদের। স্নিকোমিটার নিয়েও সমালোচনা করেছেন এই অজি পেসার।
- কামিন্স বলেন,”আমি জানি এটা (স্নিকোমিটারে পরিবর্তন) হৈচৈ এর কারণেই হয়। তবে আমি বুঝতে পারি না যে কেন তারপরও এটা নিয়ে এতো সংশয়। হয় এটা ব্যাটে লেগেছে কিংবা লাগেনি। তবে এমনটাও হয় যখন আপনি শতভাগ নিশ্চিত হতে পারেন না যে স্নিকোমিটারে আসলে কি দেখাচ্ছে কিংবা গ্লাভসে বল ঠিকভাবে বল ধরা হয়েছে কিনা।”