শোয়েব আক্তার »
প্রতিযোগীতা মূলক ক্রিকেটে ডাক বা শূণ্য রানে আউট হওয়ার জন্য নিয়মিত ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়ে থাকেন পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার শহিদ খাঁন আফ্রিদি।
এবার সেই শূণ্য বা ডাকের,এক লজ্জার রেকর্ডে নাম লেখালেন তিনি। প্রতিযোগীতা মূলক ক্রিকেটে ১০০ তম ডাক পূর্ণ করলেন বঙ্গবন্ধু বিপিএলে নিজের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বললেও বিভিন্ন দেশের ফ্যাঞ্জাইজি ভিত্তিক লীগ খেলে যাচ্ছেন আফ্রিদি।বিপিএলের সপ্তম আসরে এবার ঢাকা প্লাটুনের হয়ে খেলছেন এই অলরাউন্ডার।
অসুস্থতা নিয়েও ঢাকা প্লাটুনের আজকের ম্যাচের একাদশে ছিলেন তিনি। ব্যাট হাতে প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরে লজ্জার রেকর্ডটি নিজের করে নেন আফ্রিদি।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে শহিদ আফ্রিদি প্রথম শূন্য রানে আউট হন ১৯৯৫ সালে। সেটি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্যারিবীয় যুবাদের বিপক্ষে। এরপর ২৪ বছরের খেলোয়াড়ি জীবনে যোগ হয়েছে আরও ৯৯টি ‘ডাক’।
আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি শূন্য রানে আউট হয়েছেন ৪৪বার। টেস্টে ডাক মেরেছেন ৬, ওয়ানডেতে ৩০ ও টি-টোয়েন্টিতে ৮বার। অবশ্য কোনো সংস্করণেই সর্বোচ্চ ডাকের রেকর্ডটি তাঁর নয়।
আফ্রিদি সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন ক্যাচ হয়ে। মোট ৬৮ বার।এছাড়া বোল্ড ২২বার, এলবিডব্লু ৬ বার এবং রানআউটে কাটা পড়ে আউট হয়েছেন ৪ বার।