ট্রেন দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা নাড়া দিয়েছে দেশের সব মানুষকেই। দেশের থাকা মানুষদের পাশাপাশি এমন দুর্ঘটনা মর্মাহত করেছে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও। এমন দুর্ঘটনায় মর্মাহত হয়ে শোক প্রকাশ করেছেন তিনি।

প্রথমবারের মত ভারতের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর টেস্ট সিরিজের আগে নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নিচ্ছেন ইন্দোরে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা শোনার পর হতবিহ্বল হয়ে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি এমন দুর্ঘটনা মর্মাহত করেছে পুরো দলকেই।

ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় ব্যথিত হয়ে শোক প্রকাশ করেছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে তিনি বলেন, ‘ ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনার খবর শুনে বিস্মিত হয়েছি সেই সাথে মর্মাহত হয়েছি। এমন দুর্ঘটনা কিংবা ব্যথা সহ্য করার মত না। এই ঘটনায় যারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে তাদের জন্য আমার প্রার্থনা রইলো । আপনাদের নিয়ে এখনও দুঃচিন্তায় আছি। ‘

গতকাল দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম ও সিলেট চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে ঘটে এমন দুর্ঘটনা। উদয়ন এক্সপ্রেস ও তুর্ণা নিশীথা এক্সপ্রেসের সংঘর্ষে এমম দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশতাধিক আহত ও ১৬ জন নিহত হয়েছে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »