সাজিদা জেসমিন »
সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই ট্রল করা হয় খেলোয়াড়দের নিয়ে। আর সাম্প্রতিক সময়ে এ তালিকায় বোধহয় ইমরুল কায়েস ই বেশি। বর্তমানে বিপিএলে দুর্দান্ত ফর্মে থেকেও কেন যেন কাটিয়ে উঠতে পারছেন নাহ এ-ই খরা৷ আর এ-ই ট্রল গিয়ে তীরের মতো বিঁধছে বুকে। বিডিক্রিকটাইমের সাথে একান্ত সাক্ষাৎকারে জানালেন নিজের তিক্ততা সম্পর্কে।
‘ইমরুল ব্রো’ আখ্যা দেওয়া প্রসঙ্গে ইমরুল বলেন –
‘এমন করা উচিত নয়। স্বভাবতই আপনি যখন অন্য কাউকে কষ্ট দিবেন, তখন সেটা কোনভাবে আপনার দিকে ফিরে আসবে৷ আমরা খেলোয়াড়রা কষ্ট করি যথেষ্ট নিজেদের সেরাটা দেওয়ার। হয়তো সবসময় সফল হইনা এজন্য অনেক কথা শুনতে হয়। তবে তখনি খারাপ লাগে যখন পরিবারকে নিয়ে বলা হয়। আমাদের পরিবারেরতো এখানে দোষ নেই। ‘
ক্রিকেটাররা যেখানে ঘন্টার পর ঘন্টা নেটে সময় দিচ্ছেন। রোদের দাবদাহ, শীতের কনকনে ঠান্ডাকেও গ্রাহ্য করছেন না শুধুমাত্র ভালো পারফরম্যান্স দেওয়ার জন্যই। তারপরও যখন ব্যঙ্গ করা হয় খারাপ লাগাটাই স্বাভাবিক। এ ব্যাপারে ইমরুল বলেন – ‘ আমি পরিশ্রম করছি। চেষ্টা করছি সেরাটা দেওয়ার৷ তারপরও হয়না অনেকসময়। কিন্তু আমি সবসময় নিজের দিক থেকে শতভাগ সৎ ছিলাম। এখনো পরিশ্রম করছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছে।’
ট্রল বন্ধের অনুরোধের পাশাপাশি ইমরুল নিজের ব্যর্থতাও স্বীকার করলেন। পাশাপাশি নিজের সামর্থ্য নিয়েও বললেন। ইমরুল বলেন – ‘ গত কয়েকটা টেস্ট আমি ভালো খেলিনি মানছি। কিন্তু দেখেন ওয়ানডেতে মনে হয়না আমি তেমন একটা খারাপ খেলেছি। ভালো করার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। টেস্টেও ভালো করার চেষ্টা করছি। পরিশ্রম করছি আমি। আশা রাখি খুব দ্রুত কামব্যাক করতে পারবো।’
ট্রল বাদ দিয়ে সমর্থকদের সহযোগিতা চাইছেন এ-ই ব্যাটসম্যান। সমর্থকদের সমর্থন থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিতে চান পাশাপাশি পরিশ্রম দিয়ে আবার কামব্যাক করতে চান।