https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ঘরের মাঠে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রিজার্ভ ডে না থাকায় আফগানিস্তানের সাথে ট্রফি ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে।
মিরপুরে দুই দলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তবে সারাদিনের বৃষ্টি অব্যাহত থাকে সারাদিনই। বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো তো দূরে থাক টস পর্যন্ত হয়নি।
ম্যাচ অফিসিয়ালরা রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত সময় বেধে দিয়েছিল। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি খেলা শুরু করার সুযোগ থাকতো তাহলে কার্টেল ওভারে ম্যাচ হবার সম্ভাবনা ছিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার পর ম্যাচটি বাতিল ঘোষণা করে দেয়া হয়।
সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ।
উল্লেখ্য, গ্রুপ পর্বে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে প্রহম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগাররা।