টেস্ট চ্যাম্পিয়নশীপে অভিষেক হচ্ছে বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর আগামীকাল ( ১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক ভারত। এই প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামীকাল ( ১৪ নভেম্বর) ভারতের ইন্দোরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়ানশীপ মিশন। বিশ্বের অন্যান্য দল গুলো ইতিমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশীপের টেস্ট খেললেও কালই প্রথম বার টেস্ট চ্যাম্পিয়নশীপের মিশনে নামছে। বাংলাদেশ কাল প্রথম নামলেও বেশ আগেই টেস্ট চ্যাম্পিয়ানশীপ শুরু করেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশীপের সবার উপরে আছে ভারতীয় দল।

২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মিশন শুরু হলেও পারফরম্যান্সের বিচারে অনেকটা মলিন বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স। গত কয়েক বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকটা উন্নতি আর সাফল্য পেলেও টেস্টে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। নিজেদের মাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মত দলকে হারাতে পারলেও এখন পর্যন্ত জয় অধরা ভারতের সাথে।

২০১৭ সালে হায়দ্রাবাদে একটি টেস্ট খেলতে এসেছিলো বাংলাদেশ। সেখানে টেস্টের পঞ্চম দিনে এসে হেরে যায় বাংলাদেশ। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে টেস্টে মুখোমুখি হয়েছে ৯ বার। এই ৯ বারের মাঝে ৭ ম্যাচে জয় তুলে নেয় ভারতীয় দল আর বাকি দুই ম্যাচ ড্র হয়েছিলো। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় শোষ টেস্ট খেলতে নামবে দুইদল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »