টেস্ট ক্রিকেটারদের প্রণোদনা দিচ্ছে ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটেই বেশিরভাগ ক্রিকেটারের মনোযোগ। সেই তুলনায় টেস্ট ক্রিকেট অবহেলিত। ক্রিকেটারদের অনাগ্রহই মূলত এর পেছনে সবচেয়ে বড় কারণ। যে কারণে ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে আগ্রহ বাড়াতে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সংস্করণের জন্য মোটা অঙ্কের প্রণোদনা ঘোষণা করেছে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। দলের এমন জয়ের পর ক্রিকেটারদের প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন বিসিসিআই সচিব জয় শাহ। পরে বোর্ডও বিবৃতি দিয়ে জানায় বিষয়টি। যেটির নাম দেওয়া হয়েছে, ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম।

নতুন এই প্রণোদনায় একজন ক্রিকেটার তখনি পাবে যখন প্রতি মৌসুমে ৭৫ শতাংশের বেশি টেস্ট খেলবে। তাতে একজন খেলোয়াড়ের ম্যাচ ফি ৩০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে! ২০২২-২৩ মৌসুমকেও এই প্রণোদনার আওতায় ধরা হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »