নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আর বেশি দিন বাকি নেই। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী মাস থেকে শুরু হয়ে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ ও আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এখন শুধু অপেক্ষা বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণার। স্কোয়াড ঘোষণা নিয়ে অপেক্ষা থাকলেও ঘোষণা হয়ে গিয়েছে এই দুইটি সিরিজের টাইটেল স্পন্সরের নাম। দুটি সিরিজে স্পন্সর হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস ” ওভাই “।
আগামি ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। সেই টেস্টের নাম হবে ” ওভাই টেস্ট “। আর ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজের নাম হবে ” ওভাই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ “।
বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর ত্রিদেশীয় সিরিজের প্রথম চিমটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।