টেস্ট অভিষেকের অপেক্ষায় ১৪৩ কেজি ওজনের ক্রিকেটার

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ভারতের বিপক্ষে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ানদের টেস্ট সিরিজ। আর সেই টেস্ট সিরিজ দিয়েই অভিষেক হতে যাচ্ছে ক্যারিবিয়ান অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল। যার দেহের ওজন ১৪৩ কেজি!

সাধারণত ক্রিকেট মাঠে থলথলে মেদওয়ালা ক্রিকেটারের দেখা পাওয়া যায় না। যারা আছেন তারা হাতে গোনা কয়েকজন। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছেন কর্নওয়াল।

ক্রিকেট মাঠে কর্নওয়ালের ভূমিকা মূলত অলরাউন্ডার। অফ স্পিন বল করার পাশাপাশি দীর্ঘদেহী এই ক্রিকেটার ব্যাট হাতেও লম্বা শট খেলতে পটু। ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হবার পর ব্যাট-বল হাতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেট সহ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও মাতিয়েছেন তিনি। ৫৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে কর্নওয়ালের সংগ্রহ ২৬০ উইকেট। ফলে তার দৈহিক গঠন নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও মাঠের ক্রিকেটে যে নিজের সেরাটা দিয়েই খেলে তাহকেন তিনি সেটা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »