সাজিদা জেসমিন »
ইংল্যান্ডের টেস্ট ইতিহাস পুরোনো। হোম অব ক্রিকেট ইংল্যান্ড তাই বরাবরই ক্রিকেটে সুপরিচিত দল। টেস্ট ইতিহাসে একমাত্র দল হিসেবে ৫ লাখ রান করেছে ইংল্যান্ড। জোহানেসবার্গে টেস্টের প্রথম দিনেই এসেছে এ-ই কৃতিত্ব। নতুন ইতিহাসের সৃষ্টি হলো এরই সাথে।
অধিনায়ক জো রুট এ-ই কীর্তির সাথে জুড়েছেন নিজের নাম। কেননা তার ব্যাটেই এসেছে কাঙ্ক্ষিত সেই রান। এছাড়াও একমাত্র দল হিসেবে ১০০০+ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড ও রয়েছে ইংল্যান্ডের ঝুলিতে। নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়।
ইংল্যান্ডের পর ৩লাখের বেশি রান আছে শুধুমাত্র অস্ট্রেলিয়ার। বর্তমানে অজিদের রান সংখ্যা ৪,৩২,৭০৯। বাদ বাকি ২ লাখ+ রান আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। ১লাখ+ রান রয়েছে শ্রীলঙ্কার ঝুলিতে।
টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় অজিদের বিপক্ষে ১৮৭৭ সালে মেলবোর্নে। বর্তমানে ১০২২তম টেস্ট ম্যাচ খেলছে ইংরেজরা। ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০তম ম্যাচ খেলেন ২০১৮ সালে ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া (৮৩০), ওয়েস্ট ইন্ডিজ (৫৪৫) এবং ভারত (৫৪০)।