টেস্টে রেটিং বাড়িয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আফগানরা

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জয় দিয়েই যেন আইসিসির র‍্যাংকিং ওলটপালট করে দিয়েছে আফগানরা। আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে আফগানদের থেকে বাংলাদেশের রেটিং পয়েন্ট মাত্র ৬ বেশি!

প্রতিটি দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজের পরই আইসিসি তাদের র‍্যাংকিং হালনাগাদ করে থাকে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজের পরও ঘটেনি এর ব্যত্যয়। টাইগাররা ২২৪ রানে ম্যাচটি হারার পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে নিজেদের রেটিং বাড়িয়ে নিয়েছে আফগানরা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে আফগানদের টেস্ট রেটিং ছিল মাত্র ২৫। তবে বাংলাদেশের বিপক্ষে ২২৪ রানের বিশাল জয়ের পর রশিদ খানের দলের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৫৫তে।

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। আফগানদের বিপক্ষে এই বিশাল পরাজয়ের ফলে টাইগারদের রেটিং কমে দাড়িয়েছে ৬১টিতে। ফলে আফগানিস্তানের সাথে বাংলাদেশের রেটিংয়ের পার্থক্য রয়েছে কেবল মাত্র ৬ পয়েন্ট!

অন্যদিকে আইসিসির হালনাগাদকৃত টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তার। তালিকার দুইয়ে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৯ এবং তিনে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৮।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »