টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিলেট টেস্টে স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে দারুণ এক জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করলো বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয় ১৮১ রানে। ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।

 

জয়ের মঞ্চটা বাংলাদেশ প্রস্তুত করে রেখেছিল ম্যাচের চতুর্থ দিন শেষেই। বাকি ছিল শুধুই অনুষ্ঠানিকতার। পঞ্চম ও শেষ দিনে সেটা করে টেস্ট ক্রিকেটে আরও একটি স্মরণীয় জয় তুলে নিলো টাইগাররা। ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কাজটা কিউদের জন্য যে কঠিনে সেটা বুঝতে বাকি ছিল না। দিনের প্রথম সাফল্য এনে দেন নাইম হাসান। ফিফটির দেখা পাওয়া ড্যারেল মিচেলে ৫৮ রান করে আউট হন।

 

নবম উইকেটে ইস সোদিকে সাথে নিয়ে টিম সাউদি ৪৬ রানে জুটি গড়েন যেটা টাইগারদের জয়ে কিছুটা বিলম্বিত করে। দলীয় ১৭৮ রানে ২৪ বলে ৩৪ রান করা সাউদিকে ফিরে নিজের পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল।

 

এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ইশ সোদিকে জাকির হাসানের ক্যাচে পরিণত করে ম্যাচে দ্বিতীয়বারে মতো ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তাইজুল। আর চতুর্থ বাংলাদেশী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয়ের কৃতিত্ব দেখান নাজমুল হোসেন শান্ত। ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাইজুল ইসলাম।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »