টেস্টে ফিরতে আমিরকে আহ্বান জানালেন শোয়েব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ আমিরকে আবারও টেস্ট ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছেন সাবেক পেসার শোয়াব আখতার। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করার পর তাকে এমন আহ্বান জানিয়েছেন শোয়েব আখতার।

কিছুদিন আগে হঠাত করেই মোহাম্মদ আমির ঘোষণা দিয়ে বসেন সাদা পশাকের ক্রিকেটে তিনি আর খেলছেন না। মাত্র ২৭ বছর বয়সেই লঙ্গার ভার্সনের ক্রিকেট থেকে তার এমন বিবায় কিছুটা অবাকই করেছেন দেশটির সাবেক ক্রিকেটার থেক শুরু করে ক্রিকেট বোদ্ধাদের। অবসরের সময় অবশ্য আমির জানিয়েছিলেন সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দিতেই এই পথে হেঁটেছেন।

২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিং কাণ্ডের পর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পান তিনি। লম্বা সময় বিরতির পর প্রত্যাবর্তনটাও করেছিলেন দারুণভাবে। তবে টেস্ট থেকে অবসর নেয়ার পর কাউন্টি ক্রিকেটে আবারও অগ্নিঝরা বোলিং করার পর শোয়েব আখতার তাকে আহ্বান জানিয়েছেন টেস্টে ফিরতে।

শোয়েব বলেন, ‘ইংল্যান্ডের ম্যানেজমেন্ট কি সত্যিই এত ভালো? নাকি ওইখানের উইকেট ভালো? নাকি আমির সেখানে ভালোভাবে সামাল দিতে পারছে বলে উইকেট পাচ্ছে। তার মধ্যে যে কোনো চাপ ছিল না এটা সত্যি।’

‘জাতীয় দলের হয়ে এই ধরণের পারফরম্যান্স সে এখনও দিতে পারবে বলে আমার বিশ্বাস। এখানে মানুষের উদ্বেগের অনেক কারন আছে। তার উচিত সিদ্ধান্তের পুনর্বিবেচনা করে দেশের জন্য খেলা। মানুষ যাতে মনে রাখে তুমি দেশের জন্য কি করেছো। কাউন্টিতে কি করেছো সেটার জন্য কেউ তোমায় মনে রাখবে না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »