নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেটে নির্ভরযোগ্য একটি নাম। দীর্ঘদিন যাবৎ টানা পারফরম্যান্স খুব একটা খারাপ বলা যায়না। তবে বছরখানেক ধরে কিপিং নিয়ে ছিলো নানান অভিযোগ সমর্থক মহলে। এসি জয়েন্টে ব্যাথার কারণটাও হয়তো জড়িতো এ-র সাথে। সম্প্রতি বিডিনিউজ২৪.কমের একটি সাক্ষাৎকারে উঠে এসেছে এমনকিছু তথ্য। দীর্ঘদিনের এই ক্যারিয়ারে ঝুলিতে জমিয়েছেন নানান রেকর্ড। পাশাপাশি সমালোচনা একটু থাকতেই পারে। এ নিয়ে তেমন একটা চিন্তিত নন বাংলাদেশের ‘লিটল জুনিয়র’। নিজের সেরাটা দিতে চান।
ভারত সফর নিয়ে প্রতিবেদনে বললেন অনেক কিছুই। বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের সাথে জয়টা চ্যালেঞ্জিং হবে সেটা অনুমেয়। তারপরও নিজের সেরাটা দিতো চান মুশফিক। কথা বললেন টপ অর্ডারের ব্যাটিং লাইনআপ নিয়েও। আপাতত ভারত টেস্টের কথা বলতে গেলে ব্যাটিংয়েই বেশি জোর দিচ্ছেন মুশফিক। সিদ্ধান্ত নিয়েছেন টেস্টে কিপিং ছাড়বেন। এ ব্যাপারে কথা বলেছেন প্রধান কোচের সাথেও। কোচ ও সম্মতি দিয়েছেন এ-ই ব্যাপারে।
পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বলেন নিজের ক্যারিয়ারকে আরো উজ্জীবিত করতে চান ব্যাটিং লাইনআপ। সব ফরম্যাটে খেলছেন বর্তমানে, রয়েছে প্রচুর চাপ। তাই প্রত্যাশামূলক পারফরম্যান্স হয়তো দিতে পারছেন নাহ, বাহ এভাবে চলতে থাকলে হয়তো সামনে এমন কোন পরিস্থিতির স্বীকার হতে পারেন যে বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব হয়। তাই আগে থেকে সতর্কতা অবলম্বনকেই প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশী অভিজ্ঞ এ-ই ব্যাটসম্যান। নিজের ক্যারিয়ারকে আরো দীর্ঘতর, ঝুঁকিমুক্ত করতেই এ-ই সিদ্ধান্ত।
এ ব্যাপারে বিডিনিউজ২৪.কমকে বলেন : ‘আমার কাছে মনে হয়, সেরা খেলাটা গুরুত্বপূর্ণ। এক্সিলেন্স ধরে রাখতে চাই আমি। কোনোমতে একাদশে টিকে থেকে খেলব, এটি আমি কখনোই চাই না। যেখানেই খেলব, আমি যেন নিজের সেরাটা দিতে পারি। পারফরম্যান্স সবসময় সমান হবে না। তবে সেরাটা দেওয়ার সামর্থ্য যেন থাকে। নিজের সেরা চেহারায় যেন থাকতে পারি। এই ভাবনা থেকেই আমার মনে হয়েছে, যদি ক্যারিয়ারের এই পর্যায়ে একটু ত্যাগ স্বীকার করি, তাহলে হয়তো নিজের সেরাটা আরও লম্বা সময় দিতে পারব।’
অভিজ্ঞ এ-ই ব্যাটসম্যানের যুগান্তকারী এ-ই সিদ্ধান্ত হয়তো দিতে পারে আরো অভূতপূর্ব সাফল্য। ক্যারিয়ারকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এ-ই প্রত্যয় সাফল্যময় হোক।