টেস্টের ব্যর্থতায় বিসিবির দায় নেই- নান্নু

সাজিদা জেসমিন »

যুব দলের বিশ্ব জয়ে দেশ জুড়ে বইছে খুশির জোয়ার। অন্যদিকে, একদিন পর বড়দের ব্যর্থতায় যেন বুকের কোনো জমেছে এক টুকরো কষ্ট। রাওয়ালপিন্ডিতে ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুল বাহিনী। প্রথম টেস্টের অবস্থা দেখে বোঝা যাচ্ছে টেস্টে ভালো ফর্মে নেই টাইগাররা।

দিন দিন যেন টেস্ট ক্রিকেটের সমীকরণ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। একদিকে রচিত হলো সোনালী ইতিহাস, অন্যদিকে ব্যর্থতার কাব্য। তাই সমর্থকদের মনে যুবাদের নিয়ে উল্লাস থাকলেও সিনিয়রদের নিয়ে জমেছে ক্ষোভ। অভিযোগটা অনেকটা বিসিবির উপরেই।

প্রধান নির্বাচক নান্নুর বক্তব্য, দোষটা খেলোয়াড়দের পারফর্মেন্সের, এতে বিসিবির দায় নেই। রাওয়ালপিন্ডি টেস্ট হারার কারণ হিসেবে প্রস্তুতি ম্যাচ না থাকা নিয়েও অজুহাত হিসেবে মানতে নারাজ নান্নু। তার বক্তব্য নিরাপত্তাজনিত কারণে প্রস্তুতি ম্যাচ না হলেও প্রস্তুতি হিসেবে বিসিএল রাখা হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের সবরকম সুযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এতসব কিছুর পর টেস্ট ব্যর্থতায় বিসিবির সংশ্লিষ্টতার কোন কারণ দেখেন নাহ তিনি। গতকাল গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নান্নু বলেন- ‘পারফরম্যান্স পুরোপুরিভাবে খেলোয়াড়দের ওপর নির্ভরশীল। যা সুযোগ-সুবিধা প্রয়োজন, দেওয়া হচ্ছে। ক্রিকেটের লঙ্গার ভার্সনে কোন ঘাটতি নেই। ঘরের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছে। যাওয়ার পূর্বে বিসিএলে ম্যাচ খেলেছে এবং সবাই পারফরম্যান্সের ভিত্তিতে গেছে। এমন তো না যে চারদিনের ম্যাচ খেলেনি, ওখানে গিয়েই পাঁচ দিনের ক্রিকেটে নেমে পড়তে হয়েছে।’

সাকিব-মুশফিক বাদেও অভিজ্ঞ হিসেবে তামিম-রিয়াদ-মুমিনুলরা খেলেছেন। তাদের কাছে ভালো ফলাফল প্রত্যাশা ছিল নান্নুর- ‘পারফরম্যান্স সবসময় আগে। আমাদের অনেক খেলোয়াড়ই অনেক ম্যাচ খেলে ফেলেছে। সবাই যথেষ্ট পরিপক্ক। তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করি।’

দেশের মাটিতে ভালো খেললেও বিদেশে বাংলাদেশের অসফলতা নিয়মিত। এ নিয়ে নান্নুর বক্তব্য- ‘এটি একটি চিন্তার বিষয়। বিদেশের মাটিতে আমরা বহুদিন যাবৎ ভালো টেস্ট খেলি না । আপনি কীভাবে লাল বলের ফরম্যাটে খেলবেন, কীভাবে পরিকল্পনা করছেন, কীভাবে এগোচ্ছেন- এটা মূল বিষয়। পাঁচ দিন খেলার মন-মানসিকতা না থাকলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন। টিম ম্যানেজমেন্ট ফিরলে বসে আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »