টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রান এবং সেঞ্চুরির রেকর্ড ইংল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক »

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের ১ম টেস্টের ১ম দিনে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড গড়েছে ইংল্যান্ড। দিনটিতে খেলা হওয়া মাত্র ৭৫ ওভারে  রেকর্ড পরিমাণ ৪ সেঞ্চুরিতে প্রথম দিনের রেকর্ড ৫০৬ রান তুলেছে ইংলিশ ব্যাটাররা।

দীর্ঘ ১৭ বছর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে মাঠে নামে ইংলিশরা। শুরু থেকে দুই উদ্ভোধনী ব্যাটার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট চালাতে লাগলেন। ম্যাচের ১ম দিনের প্রথম সেশনে উদ্ভোধনী জুটিতে টেস্ট ইতিহাসে রেকর্ড ১৭৪ রান তুলে তারা। তাছাড়া উদ্ভোধনী জুটিতে দ্রুততম ২০০ রানের জুটিও গড়েন এই দুই ব্যাটার।

এদিকে ইংলিশ উদ্ভোধনী ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড নিজের করে নেন জ্যাক ক্রলি। মাত্র ৮৬ বলে শতক ছুয়ে ফেলেন তিনি। ১১১ বলে ১২২ রানের ইনিংসে চার মারেন ২১টি। 

এছাড়াও ইংলিশ ক্রিকেটার হিসেবে ৩য় দ্রুততম  টেস্ট শতকের ইনিংস উপহার দেন হ্যারি ব্রুক। শতক ছুতে বল মোকাবেলা করেন ৮০টি। এটি ছিল তার ক্যারিয়ারের ১ম শতক। এছাড়াও ক্যারিয়ারের ১ম শতকের দেখা পান উদ্ভোধনী ব্যাটার বেন ডাকেট। তার ১১০ বলে ১০৭ রানের ইনিংসে চারের মার ছিল ১৫টি। এছাড়াও সেঞ্চুরি করেছেন তিন নম্বরে ব্যাট করতে নামা অলি পোপ। মোহাম্মদ আলীর শিকারে পরিণত হওয়ার আগে ১৪ চারের বিনিময়ে ১০৪ বলে ১০৮ রান করেন তিনি।

স্কোরকার্ড –

ইংল্যান্ড ১ম ইনিংস – ৫০৬/৪ (৭৫ ওভার)

(জ্যাক ক্রলি ১২২, অলি পোপ ১০৮, বেন ডাকেট ১০৭, হ্যারি ব্রুক ১০১, জাহিদ মাহমুদ ২/১৬০)

এম এস/ নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »