নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হুট করেই টেস্ট রাঙানো মাহমুদুল হাসান জয় এবার সুযোগ পেলেন বাংলাদেশের ওয়ানডে দলে। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার রাঙাতে চান এবার ওয়ানডে ফরম্যাটে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে প্রথমবারের মত ডাক পাওয়া জয়ের নামও আছে। সুযোগ পেয়ে জয় জানালেন, সাদা বলের ভিন্নতা বুঝে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলার প্রচেষ্টা থাকবে।
জয় বলেন,”সাদা বল ও লাল বলের খেলা সম্পূর্ণ ভিন্ন। এখন আমার হাতে তিনটি ওয়ানডে আছে, এগুলো কীভাবে ভালো করা যায় আমি সেই চেষ্টা করব। আমার যে সহজাত খেলা আছে, সেটাই খেলতে চাই।”
চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন জয়। নিজের সামর্থ্য জানেন জয়ও। তাই সুযোগ পেলে নিংড়ে দেওয়ার প্রত্যয় তার।
জয়ের ভাষায়,”ওয়ানডে দলে ডাক পেয়ে বেশ খুশি জয়। টেস্টের পর ওয়ানডেতে ডাক পেয়েছি। আমি যদি সুযোগ পাই ইনশাআল্লাহ দেশের হয়ে ভালো করার চেষ্টা করব।”
তার আগে আফগানিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানছেন জয়।
তিনি বলেন,”আফগানিস্তান বিশ্বের ভালো একটা দল। ওদের খুব ভালো মানের কয়েকজন স্পিনার আছে। আমরা যদি আমাদের সেরা পারফরম্যান্স করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।”