টুর্নামেন্ট জমিয়ে তুলেছে বাংলাদেশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর মধ্যে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড। এই দলগুলোর পাশে যে নামটি শোভা পাচ্ছিল শক্তিশালী দল হিসেবে সেটি ছিল দক্ষিণ আফ্রিকা। তবে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই ছিটকে গেছে আসরের সেমি ফাইনাল থেকে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে স্বাগতিক ইংল্যান্ড পড়েছে শঙ্কায়।

সেমি ফাইনালে কোন চার দল যাচ্ছে সেটা মোটামুটি অনুমান করেই ফেলেছিলেন কতিপয় ক্রিকেট বিশ্লেষকরা। তবে সেখান থেকে পুরো টুর্নামেন্টের মোড়ই ঘুরিয়ে দেয় বাংলাদেশ দল। উইন্ডিজকে হারিয়ে দেয়ার পর অজিদের বিপক্ষে জয়ের মুখ দেখতে পায়নি টাইগাররা। এরপর আফগানিস্তানকে হারের স্বাদ দেয়ার পর ৭ ম্যাচে বাংলাদেশের বর্তমান পয়েন্ট এখন ৭। অর্থাৎ আগামী দুই ম্যাচে টাইগাররা জয়ের দেখা পেলে মোট পয়েন্ট দাঁড়াবে ১১।

প্রথম পর্বে যদি পাকিস্তান ও ভারতের মত শক্তিশালী দলকে পরাজয়ের স্বাদ দিতে পারে টাইগাররা তাহলে সেমি ফাইনালে খেলার পথ সুগম হতে পারে। অন্যদিকে এই আসরের ফেভারিট স্বাগতিক ইংল্যান্ডেরও হারতে হবে দুটি ম্যাচ।

আগামী ২ জুলাই বাংলাদেশ দল মুখোমুখি হবে ভারতের। এই ম্যাচের দিকেই তাকিয়ে আছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ভারতের বিপক্ষে ম্যাচে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘সেমি ফাইনালে যেতে পারব কিনা সেটা পরের হিসেব। প্রথমে ভারতের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ টুর্নামেন্টটা জমিয়ে তুলেছে। নাহলে ম্যাড়ম্যাড়ে মনে হত আসরটি। আগে থেকেই সবাই বুঝে যেত কোন চারটা দল সেমি ফাইনালে যাচ্ছে। আমাদের জন্যই কেউ বলতে পারছে না শেষ চারে কে কে যাচ্ছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »