কে এম আবু হুরায়রা »
গতকাল বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন ছিলো। এই প্রথম কোন বিশ্বকাপ ট্রফি জিতেছে বাংলাদেশ ক্রিকেটের কোন দল৷ হোক না অনূর্ধ্ব-১৯ তবুওতো চ্যাম্পিয়ন লেখার পাশে জ্বলজ্বল করবে বাংলাদেশের নাম। তাই যুবারা প্রশংসাও কুড়িয়েছেন বেশ৷
গতকাল ভারতের বিপক্ষে অমন একটি ম্যাচে কোনঠাসা হয়েও যে ধৈর্য রেখে জয় নিয়ে মাঠে ফেরা যায় সেটিই দেখিয়ে দিয়েছেন যুবারা।
এর আগে জাতীয় দল বা যুবা সবাই বেশ কয়েক বার ফাইনালে গিয়ে হেরেছে। স্নায়ু চাপের লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ৷ এবার ফাইনালেও ম্যাচটি ফাইনাল সেটির থেকেও বেশী আলোচনা হয়েছে কারন প্রতিপক্ষ ভারত বলে। তবে সেটি জয় করেছে যুবারা৷ কাটিয়েছেন ভারত জুজু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশংসার জোয়ারে ভাসছেন মিনি টাইগাররা৷
বাংলাদেশতো ভালো এমনকি ভারতীয় ক্রিকেটাঙ্গনেও চলছে যুবাদের প্রশংসার ঢল। ব্যাতিক্রম নন ভারতীয় অলরাউন্ডার উনাদকাটও। তবে তিনি টাইগার যুবাদের প্রশংসা করার সাথে সাথে খোঁচা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও।
নিজের টুইটারে উদানকাট লিখেন, ” অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। গত দু’বছর নিজেদের কিভাবে তৈরি করছে সেটাও জানলাম। এটা তাদের ক্রিকেটের জন্য ভালো৷ তবে ভালো লেগেছে তাদের অধিনায়ক ম্যাচ জয়ের আগেই উদযাপন করেননি। সিনিয়রদের কাছ থেকে শিখেছে। “
এর আগে ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের আগেই উদযাপন করেন মুশফিকুর রহিম৷ শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার দু বলে দুটি চার হাঁকিয়ে জয়ের আগেই জয় উদযাপন করেন তিনি। শেষ ৩ বলে তিনটি উইকেট হারিয়ে সেদিন বাংলাদেশ হেরে যায় ১ রানে।
উদযাপনটি ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটার কিংবা মিডিয়াও। মুশফিকের সমালোচনাও হয়েছিলো বেশ৷ তবে সেটিযে আজও ভুলতে পারেননি তারা সেটি স্পষ্ট ফুটে উঠেছে উদানকাটের টুইটে।