টি-২০ ব্লাস্টে বাবর আজমের বিধ্বংসী ব্যাটিং

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ইংল্যান্ডে চলমান ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে বিধ্বংসী ইনিংস খেলেছেন বাবর আজম। সমারসেটের জার্সিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে ৫৫ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

শুক্রবার (৯ আগস্ট) হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাট করতে থাকেন বাবর আজম। টি-২০ র‍্যাংকিংয়ে সয়ার উপ্রে থাকা এই ব্যাটসম্যান এদিন শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকেন হ্যাম্পশায়ারের বোলারদের উপর। ইনিংসের শেষ বলে একটি ছক্কা মারার সুবাদে ৫৫ বল মোকাবেলায় ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। তার এই সেঞ্চুরিতে ভর করে সমারসেট সংগ্রহ পায় ২০২ রানের।

জবাবে হ্যাম্পশায়ার ব্যাট করতে নামলে ১২.১ ওভার খেলা হলে হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত আর কোনো বল মাঠে না গড়ালে বৃষ্টি আইনে জয়ী হয় সমারসেট।

উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে ৪২৩ রান নিয়ে সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন বাবর আজম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »