https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। ১৬ দলের অংশগ্রহনে হতে যাওয়া এই টুর্নামেন্টের বাছাই পর্ব খেলার অনুমতি পায়নি জিম্বাবুয়ে।
বেশ কিছুদিন ধরেই জিম্বাবুয়ের ক্রিকেটে বইছে অস্থিরতার হাওয়া। দেশটির সরকারের নগ্ন হস্তক্ষেপ ও অবাধ দুর্নীতির কারণে জিম্বাবুয়েকে আইসিসি থেকে বহিষ্কার করা হয়েছে সাময়িক সময়ের জন্য। আইসিসি থেকে বহিষ্কার হবার ফলে আইসিসির আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না তারা সেতা জানা গিয়েছিল আগেই। তবে এবার আনুষ্ঠানিকভাবে আইসিসির পক্ষ থেকে জানা গেল ২০২০ টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পারবে না জিম্বাবুয়ে।
এদিকে জিম্বাবুয়ে বাছাই পর্ব খেলতে না পারায় দলের অভাব পূরনে আইসিসি বেছে নিয়েছে আরেক আফ্রিকান দেশ নাইজেরিয়াকে। জিম্বাবুয়ের বদলি দল হিসেবে বিশ্বকাপের বাছাই পর্ব খেলে তাই দেখা যাবে নাইজেরিয়াকে।