টি-২০ থেকে বাদ ধোনি!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

টিম  ইন্ডিয়ার অন্তম সফল অধিনায়ক হিসেবে ধরা হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে। এক সময় তিন ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনেই দুই ফরম্যাটে বিশ্বকাপ জয় সহ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে তার অধীনেই। আর সেই ধোনিই কিনা বাদ পড়তে যাচ্ছেন ভারতের টি-২০ ফরম্যাটের দল থেকে!

একটা সময় একা হাতে পুরো টিম ইন্ডিয়া শাসন করেছেন ধোনি। তার ঠাণ্ডা মাথার নেতৃত্বের কারণে ক্যাপ্টেন কুল হিসেবেও ডাকা হত তাকে। ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে সফলতার পরিচয় দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ক্রিকেট থেকে নিয়েছে বিরতি।

এদিকে ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-২০ সিরিজের জন্য বিসিসিআইয়ের সেরা পছন্দের তালিকায় রয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্ত। অন্যদিকে পাইপ লাইনে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আরও যাদের নাম রয়েছে তারা হলেন সানজু স্যামসন এবং ঈশান কিশান।

বিসিসিআইয়ের সূত্রমতে আসন্ন বিশ্বকাপের আগে অবশ্যই একজন স্থায়ী উইকেটরক্ষক ব্যাটসম্যান দরকার টিম ইন্ডিয়ার জন্য। তাছাড়া ধোনির প্রসঙ্গে বিসিসিআইয়ের একটি সূত্র বলেন, ‘যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হল অবসরের ব্যাপারটা। নির্বাচক কিংবা অন্য কেউ এই ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার অধিকার রাখে না। তবে ২০২০ টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ তৈরির অধিকার অবশ্যই রাখে। রিশাব পান্তকে সর্বোচ্চ সুযোগ দ্যার অধিকারও রয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »