https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে পা রাখলেন স্পিনার তাইজুল ইসলাম। এর আগে ওয়ানডে ও টেস্ট খেললেও আজই প্রথম দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে মাঠে নেমেছেন তিনি। আর মাঠে নেমেই বাজিমাত করেছেন এই স্পিনার।
নিজের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন টেলরকে ফিররিয়ে দলীয় ৭ রানে উদ্বোধনী জুটিতে ফাটল ধরান বাঁহাতি স্পিনার তাইজুল। মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত হয়ে ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফিরে যান টেলর।
শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ (প্রতিবেদন লেখার সময়) ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান।