শোয়েব আক্তার »
দরজায় কড়া নাড়ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল।আগামী ১১ ডিসেম্বর সিলেট থান্ডার বনাম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে টুর্ণামেন্টের সপ্তম আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আগে এটাই শেষ বিপিএল। তাই,টি-২০’র সেরা কম্বিনেশন বের করতে বিপিএলে চোখ থাকবে জাতীয় দলের নির্বাচকদের।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও সংবাদ মাধ্যমে একই কথা বলে গেলেন। তিনি বলেন, ‘এই বিপিএলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। টি-টোয়েন্টি অনেক ম্যাচও আছে।কিছু কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে।আমরা সে জায়গাগুলোতে প্লেয়ারদের পারফরম্যান্স চাচ্ছি। এই বিপিএলটা আমরা দেখব। কিছু প্লেয়ার যদি পেয়ে যাই এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’
অন্যান্যবারের তুলনায় বিপিএলে নামকরা আন্তর্জাতিক ক্রিকেটারদের সংখ্যা কম হলেও বেশ কিছু তারকা ক্রিকেটার থাকছেন বিপিএলের এবারের আসরে।তাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
নান্নু বলেন, ‘অনেক ভালো ভালো প্লেয়ার আসছে। আমি মনে করি যে,প্লেয়ারদের জন্য বড় সুযোগ। যারা নিজেদের এখনো মানিয়ে নিতে পারেনি তাদের জন্য বড় সুযোগ। বিশেষ করে তরুণ প্লেয়ারদের জন্য।’