নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই মাসের ২৮ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হতে যাচ্ছে আবুধাবি টি-১০ লিগের এবারের আসর। এই টুর্নামেন্ট শুরুর আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল।
আন্দ্রে রাসেলকে নর্দান ওয়ারিয়র্সে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছিলো। কিন্তু টুর্নামেন্ট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার । তবে তার সড়ে দাঁড়ানোর কারণ জানা যায়নি। নর্দান ওয়ারিয়র্স রাসেলের সরে দাঁড়ানোর সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করে।
রাসেল সরে যাওয়ায় বিকল্প খুঁজতে হয়েছে দলটিকে। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওয়েইন পার্নেলকে দলে নিয়ে তারা।
এইদিকে আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানকে নতুন আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে নর্দান ওয়ারিয়র্স।
নিউজক্রিকেট/আরআর