নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এতেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে তারা। ব্যাটে-বলে উন্নতি হয়েছে চোখে পড়ার মতো।
ফাইনালে দারুণ এক হাফ সেঞ্চুরি করেছিলেন ওপেনার ফারজানা হক পিংকি। এমন পারফরম্যান্সে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। দারুণ বোলিংয়ের সুবাদে বোলারদের র্যাঙ্কিংয়ে অনেকটা উপরে উঠেছেন স্পিনার সানজিদা আকতার মেঘলা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে ৫ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার। তাতে আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে আছেন মেঘলা। চার ধাপ এগিয়ে ৫৬ নম্বরে আছেন রুমানা আহমেদ।
ঐদিকে ব্যাটিংয়ে ৭ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে আছেন ফারজানা। তবে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন এবং শামিমা সুলতানার। ২ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নিগার সুলতানা আর ৩ ধাপ পেছানো মুর্শিদা রয়েছেন ৩৬ নম্বরে।