দুর্জয় দাশ গুপ্ত »
এ বছর অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। ক্যারিবীয় এই ব্যাটিং দানবের বর্তমান বয়স ৪০। এই বয়সেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন তিনি।
বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে খেলতে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান। টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত গেইল যদি সুযোগ পান তবে চলতি বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে আগ্রহী তিনি।
আজ বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করতে এসে গেইল জানান, ‘এবছর উইন্ডিজের জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারলে দারুণ হবে। আমি এর আগেও বলেছি আমি এই সুযোগের অপেক্ষা করছি। এবার দেখা যাক কী হয়। আমাদের দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। এজন্য আমি নিজের জন্যও অপশন খোলা রেখেছি। এখন দেখা যাক ইউনিভার্স বস কোথায় যায় আর কীভাবে।’
অবাক করা ব্যাপার হলো আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২০ বছর পার করে ফেললেও এখনই নিজের ক্যারিয়ারের শেষ দেখছেন না গেইল। উল্টো বিশ্বের নানা প্রান্তে খেলতে থাকা গেইল জীবনকে উপভোগ করছেন। খেলার ছলে নতুন নতুন ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হতে পারাটাকে বিশেষ কিছু মনে করেন ইউনিভার্স বস।
এ ব্যাপারে গেইল বলেন, ‘আমি আমার জীবনটাকে বেশ ভালো ভাবে উপভোগ করছি। আমি যখন খেলার জন্য বিশ্ব ভ্রমণে যাই, তখন নিজের সর্বোচ্চটা উপভোগ করার চেষ্টা করি। কারণ গত ২০ বছরে আমি বেশিরভাগ সময়ই নিজের দেশের বাইরে কাটিয়েছি। অনেক নতুন নতুন মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং নতুন নতুন কালচারের সঙ্গে মানিয়ে নিয়েছি। নিঃসন্দেহে এটা দারুণ ব্যাপার।’